পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা ফুটবল একাদশ। গত শনিবার বিকালে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে চুড়ান্ত খেলায় বোদা উপজেলা ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের সভাপতি জেলা প্রশাসক মো. সাবেত আলী। এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ উপস্থিত ছিলেন। খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছেন সদর উপজেলা একাদশের জিসান।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে জেলা ক্রীড়া সংস্থা ওই টুর্নামেন্টের আয়োজন করে। জেলার ৫টি উপজেলা ও তিনটি পৌরসভার মোট ৮টি দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করে।