ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধি॥দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪ দিন ব্যাপী পূবালী ব্যাংক পিএলসির ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।
পূবালী ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার আয়োজনে সোমবার (১৮ আগষ্ট) থেকে শুরু এ ক্যাম্পেইন চলবে ২১ আগষ্ট বৃহস্পতিবার পর্যন্ত। সোমবার ক্যাম্পাসে গ্রাহকদের ডিজিটাল সেবা প্রদানের সুবিধার্থে ব্যাংকিং ক্যাম্পেইন বুথ উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও মিলনায়তনে পূবালী ব্যাংকিং ডিজিটাল এবং খুচরা পণ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় পূবালী ব্যাংকের ডিজিএম ও আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম এনামুল¬াহ। সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ডিজিএম ও বিভাগীয় প্রধান এমডি রবিউল আলম ।
বিশেষ অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ড. এমডি শফিকুল ইসলাম সিকদাফ, ট্রেজারার অধ্যাপক ডঃ মোঃ জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার অধ্যাপক ডঃ এমডি আবু হাসান , প্রক্টর অধ্যাপক ডঃ এমডি শামসুজ্জোহা , ছাত্র বিষয়ক ও উপদেষ্টা বিভাগ পরিচালক অধ্যাপক ডঃ এস.এম. এমদাদুল হাসান ।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ডিজিএম ও আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আলতাফ হোসেন বলেন ক্যাম্পেইনের আওতায় ব্যাংকিং ডিজিটাল সেবা, ফ্রি অ্যাকাউন্ট খোলা ও এটিএম কার্ড প্রদান ও ফরেন এডুকেশনের জন্য ফাইনান্সিয়াল সাপোর্ট সম্পর্কিত সেবা প্রদান করা হবে।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, পূবালী ব্যাংকের বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।