স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের ৩নং মহিলা সংরক্ষিত আসনে উপ-নির্বাচন ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপুর ইউনিয়নের ৩নং মহিলা সংরক্ষিত আসনের উপনির্বাচনে শাহিনা বেগম(তালগাছ মার্কা) ১৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহেরা খাতুন পেয়েছে(সূর্যমুখী ফুল মার্কা) ১২৮৩ ভোট, অপর প্রার্থী শিল্পী আক্তার পেয়েছে(বক মার্কা) পেয়েছে- ২৮০ ভোট।