বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট অভিযান পরিচালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৪, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর ঘোড়াঘাটে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এক বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়।
বুধবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত এ অভিযানে ঘোড়াঘাটে অবস্থিত ওসমানপুর সেনাক্যাম্প ও ২৫ বীর সাপোর্ট ব্যাটেলিয়নের মেজর মো. আব্দুল আহাদ, ক্যাপ্টেন মার্জিউল হক সাফিন ও দিনাজপুর ট্রাফিক বিভাগের টি.এস.আই আবুল কালাম আজাদ এর উপস্থিতিতে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট পরিধান সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষা করা হয়। অভিযানে দেখা যায়, অনেক মোটরসাইকেল চালকের হেলমেট ছিল না এবং অনেক গাড়ির বৈধ কাগজপত্র ছিল না বা মেয়াদোত্তীর্ণ ছিল। তল্লাশির সময় এসব অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা দায়ের করা হয় এবং কয়েকজনকে জরিমানাও করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দিনাজপুর ট্রাফিক বিভাগের কর্মকর্তা টি.এস.আই আবুল কালাম আজাদ বলেন, অভিযানে পরিচালনাকালে বিভিন্ন অনিয়মের কারণে ১০ জন চালককে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তিনি আরও জানান, “বৈধ কাগজপত্র ছাড়া কিংবা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো শুধু আইন লঙ্ঘনই নয়, এটি জীবনের জন্যও ঝুঁকিপূর্ণ। আমাদের লক্ষ্য সচেতনতা তৈরি ও শৃঙ্খলা নিশ্চিত করা।”
উল্লেখ্য, সা¤প্রতিক সময়ে শহরে সড়ক দুর্ঘটনা এবং যানজট বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ বিশেষ নজরদারি শুরু করেছে। এরই অংশ হিসেবে এ যৌথ অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতেও এমন তল্লাশি অভিযান চালানো হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার — মাদক উদ্ধার

বড়পুকুরিয়ায় ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন

দিনাজপুরে আব্দুস সালাম হজ্ব গ্রুপের উদ্যোগে হাজীদের পুনর্মিলনী ও দোয়া

ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি ঘর পুড়ে ছাঁই; তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের সহায়তা

হাবিপ্রবির ভেটেরিনারি টিচিং হাসপাতালে বায়োকেমিক্যাল এ্যানালাইজার হস্তান্তর

বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

চিরিরবন্দরে ৩ হোটেলকে জরিমানা

বীরগঞ্জে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির এডাপটিভ ট্রায়াল

বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির গঠন

দিনাজপুর শিক্ষাবোর্ডে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আজিজুল হক শাহ কে প্রাইজবন্ড প্রদান