মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ-
গাজীপুরের কালীগঞ্জের সাংবাদিক ও প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন (৩৮) কে গত ৭ আগস্ট বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে। সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূল সাস্তি, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সারাদেশের ন্যায় ১৫ আগস্ট শুক্রবার দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন করেছে। সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক প্রবীন সাংবাদিক মোঃ আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলম, সিনিয়র সাংবাদিক মোঃ সাজ্জাদুল আযম ও ফরিদ আহমেদ। এসময় প্রেস ক্লাবের সদস্য যথাক্রমে, বরুন চন্দ্র সরকার, মোঃ রফিকুল ইসলাম, মীর মোঃ মোশাররফ হোসেন, লতিফুল ইসলাম ফুল, মোঃ আশিকুর রহমান, মোঃ রাসেল, বনিক শুভ, মোঃ তারিফুল ইসলাম তপু, সাজ্জাদ হোসাইন, মিজানুর রহমান, তানভীর খাঁন তনি, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল ওয়াহাব ও দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আজহারুল ইসলাম রাজা এবং দৈনিক লোকালয় বার্তা পত্রিকার প্রতিনিধি মোঃ আসাদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, যেভাবে সারাদেশে সাংবাদিকদের হত্যা, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে, তা বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। সাংবাদিকরা কখনো অন্যায়ের কাছে মাথা নত কিংবা কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা স্বাধীনভাবে তাদের লিখনি চালিয়ে যাবে। সাংবাদিকরা তুহিন হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সাংবাদিক নির্যাতন রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।