সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাহারোলে পাটের ফলন ভাল ও চাষীরা দাম পেয়ে খুশী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৪, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে এবার পাটের ফলন ভালো হয়েছে এবং পাটচাষী কৃষকরা দাম ভাল পাওয়ায় খুশি। বর্তমান হাট বাজার গুলোতে চলতি পাট মৌসুমের নতুন পাট বেচা কেনা করতে দেখা গেছে। ফলে পাটের দাম ভাল থাকায় গত কয়েক বছরের তুলনায় এবার পাটের দাম অনেক হারে বেশী হওয়ার কারণে পাট চাষীদের মনে আনন্দ জেগেছে। গত ৩ আগস্ট’২৫ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ হাটে গিয়ে দেখা যায়, পাট চাষীরা হাটে পাট বিক্রি করার জন্য ভ্যান সহ অন্যান্য যানবাহন করে নিয়ে এসেছেন বাজারে। জয়নন্দ হাটের পাট ব্যবসায়ীরা জানান, প্রতি মন পাট কিনছেন ৩ হাজার ৫শত থেকে ৩ হাজার ৬৫০ টাকা পর্যন্ত। একই ইউনিয়নের কাকোর গ্রামের পাট চাষী আনন্দ মোহন রায় জানান, জয়নন্দ হাটে পাট বিক্রি করতে এসেছি কিন্তু প্রতি মন পাট বিক্রি করেছি ৩হাজার ৬শত টাকার মতো। তিনি এ মৌসুমে ১ বিঘা জমিতে পাট চাষ করে দাম পেয়েছেন প্রায় ৪০ হাজার টাকার অধিক। পাট চাষে উৎপাদন খরচ বাদ দিয়ে প্রায় ২৫ থেকে ২৭ হাজার টাকার মতো লাভ হয়েছে। অপর দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নে পশ্চিম সাদীপুর গ্রামের স›দ্বীপ রায় জানান, এবার পাটের ফলনও ভাল হয়েছে এবং দাম ও এবার ভাল। তাই আমরা পাট চাষীরা এবার পাটের চাষাবাদ করে লাভবান হচ্ছি। তবে এরুপ পাটের দাম প্রতি বছর থাকলে আমরা কৃষকেরা পাট চাষে আগ্রহ হবো আগামীতেও। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসমে অত্র উপজেলায় ৩শত ৫০ হেক্টর জমিতে পাট চাষাবাদে নির্ধারণ করা হয়। এদিকে উপজেলা পাট অধিদপ্তরের সহকারী পাট কর্মকর্তা মোঃ আশরাফ আলী জানান, এবার উপজেলার ছয়টি ইউনিয়নে প্রায় ২হাজার ৫শত জন পাট চাষীকে ১ কেজি করে পাট বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে পাট চাষের ক্ষেত্রে সহায়তা হিসাবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ এই প্রতিনিধিকে জানান, আবহাওয়া অনুকুলে থাকায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। বাজারে গত বছরের তুলনায় এ বছর পাটের প্রতি মনে কৃষকেরা দাম বেশী পাচ্ছে প্রায় ১ হাজার টাকার মতো। তিনি আরোও জানান, কৃষকদের পাট চাষের ক্ষেত্রে প্রনোদনা দেওয়া হয়েছে যাতে করে কৃষকেরা পাটে চাষে আগ্রহ বাড়ে দিন দিন। কৃষি বিভাগ পাট চাষীদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে আগাম জাতের আলুর বীজ রোপনে ঝুঁকছে কৃষকেরা

নানার বাড়ীতে লিচু নিয়ে যাওয়া হলোনা বিরলের রেল গেটম্যান যুবক হৃদয়ের

নানার বাড়ীতে লিচু নিয়ে যাওয়া হলোনা বিরলের রেল গেটম্যান যুবক হৃদয়ের

বোদায় ট্রাক্টর চাপায় স্কুল শিক্ষিকা নিহত, ট্রাক্টরে আগুন

বীরগঞ্জে চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ ইন্টারন্যাশনাল মিশনে কর্মী পূণঃমিলন

রাণীশংকৈলে সড়ক ঘেঁষে মুরগীর লিটারের স্তুপ

বীরগঞ্জে কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

এসিল্যান্ড অফিসের কর্মচারীকে মারপিট

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

পুষ্টিহীন বিএনপি’র দ্বারা কখনো সুস্থ বাংলাদেশ সম্ভব না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বালিয়াডাঙ্গী থানা হবে মাদক, দালাল ও হয়রানি মুক্ত সেবার দরজা খোলা