মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাহারোলে আগাম জাতের আলুর বীজ রোপনে ঝুঁকছে কৃষকেরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ১৫, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ

উপজেলায় আগাম জাতের আলুর বীজ রোপনে ঝুঁকে পড়ছে কৃষকরা। এর ফলে ব্যস্ত সময় অতিবাহিত করছেন এই এলাকার কৃষক।দিনাজপুরের কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নে আগাম জাতের আলুর বীজ রোপনও কৃষকরা তাদের জমি তৈরিতে এখন মহব্যস্ত হয়ে দিন অতিবাহিত করতে দেখাযাচ্ছে।এ উপজেলায় আগাম জাতের আলুরোপনের জন্য বর্তমানে আলুচাষে ব্যস্ত হয়ে পড়ছেন এ অঞ্চলের আলুচাষীরা।গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর’২৪)উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, আগাম জাতের আলুর বীজ রোপনে কৃষকরা সকাল থেকে বিকাল পর্যন্ত কৃষকেরা দিনমুজুর নিয়ে জমিতে আলুর বীজ রোপন করছেন।উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে বিভিন্ন গ্রামে আগাম জাতের আলুচাষের লক্ষ্যে মাত্রা নির্ধারন করা হয়েছে ৫ শত ৫০ হেক্টর জমি।এ লক্ষ্য মাত্রা অতিক্রম করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কৃষিবিভাগ।আগাম জাতের আলুর বীজ রোপন করতে দেখা গেছে, অত্র উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে কাজী কাঠনা গ্রামের কৃষক আহসান আলী ও শাহাজাহান আলী তাদের জমিতে দিনমুজুর নিয়ে আলুর বীজ রোপন করছেন এবং একই গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান,৫০ শতক জমিতে আগাম জাতের আলুর বীজ রোপন করছেন। সে আরো জানান, গত বছরের তুলনায় এবছর আলুবীজের মূল্য অনেক বেশি। বর্তমানে বিভিন্ন আড়ঁতে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে প্রতি কেজি আলুর বীজ বিক্রি হচ্ছে। আগাম জাতের আলু চাষাবাদ করে কৃষকেরা লাভের মুখ দেখবেন বলে আশা করেছেন অনেক কৃষক।উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মল্লিকারানী শেহানবীশজানান, আগাম জাতেরআলুরোপন করার জন্য কৃষকদেরউৎসাহিত করা হচ্ছে।তবেবর্তমানেআলুরোপনবাচাষের ক্ষেত্রেআবহাওয়াঅনুকুলেরয়েছে।কৃষিবিভাগেরপক্ষ থেকে আলুচাষিদেরসকলপ্রকারসহযোগিতাঅব্যহতরয়েছেএবংভবিষতেও থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের হাতে রেলস্টেশন মাস্টার লাঞ্চিত

পীরগঞ্জে ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা

কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের শিরাভরণ ও কোমর বন্ধনী পরিবর্তন

​রাত ৮টায় বন্ধ দোকানপাট, পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

​রাত ৮টায় বন্ধ দোকানপাট, পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

বীরগঞ্জে মাদক বিরোধী র‌্যালী ও মানবন্ধন অনুষ্ঠিত

কাল ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভা নির্বাচন

হিলিতে মুদি দোকানে অ’ভিযান, দেড় লাখ টাকা জরি’মানা

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আদিবাসী কল্যাণ পরিষদের ১৬৮ তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাওয়ে ৩ ঘন্টা ব্যবধানে ছেলের পর বাবার মৃত্যু