মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের গর্বিত মূখ মাহমুদুর রহমান দোলন কে দুদকের পিপি (পাবলিক প্রসিকিউটর) নিযুক্ত করায় তাঁকে ঘিরে অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে। তাঁর এই নিয়োগকে কেন্দ্র করে পঞ্চগড়ের আটোয়ারীতেও ব্যাপক উৎসাহ ও গর্বের আবহ তৈরি হয়েছে। এ্যাড. দোলন দীর্ঘদিন থেকে অতি সুনামের সাথে দক্ষতার সহিত পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছিলেন। দুর্নীতিবিরোধী লড়াইয়ে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ সংবেদনশীল এই পদে তাঁকে নিযুক্ত করায় সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকার সুশীল সমাজ ও স্থানীয় জনগন মনে করেন, দেশের বিচার ব্যবস্থা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রক্রিয়ায় তাঁর এ নিয়োগ ইতিবাচক ভূমিকা রাখবে।
আটোয়ারী প্রেসক্লাব সহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন দোলন এর সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, এ্যাডভোকেট মাহমুদুর রহমান দোলন পঞ্চগড় সদর উপজেলাধীন মীরগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে তাঁর শিক্ষা জীবন শুরু হয়। পরবর্তীতে উচ্চতর ডিগ্রী অর্জন শেষে ২০২২ সালে হাইকোর্টে আইনজীবি হিসেবে আইন পেশা শুরু করেন। দোলনের বাবা মীরগড় ময়নউদ্দীন দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং তাঁর মা গৃহিনী নিলুফা জাহান।