বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। স্পেশাল এডুকেশন নিড্স এবং ডিসাবেলেটিস (এসইএনডি) এর কার্যক্রম বাস্তবায়নের আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এ্যাসিসটিভ ডিভাইস যেমন হুইল চেয়ার, শ্রবণযন্ত্র ও চশমা বিতরন করা হয়েছে।
গতকাল ২৪ জুন সোমবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী শিশুদের মধ্যে দুইজনকে হুইল চেয়ার, ৮জনকে ডিভাইস ও ১৩ জনকে চশমা বিতরন করেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী। এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, উপজেলা শিক্ষা অফিসার খুরশিদা ফেরদৌসী (ভারপ্রাপ্ত), সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, ঘনেস্বাম, বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মিরাজ হায়দার লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।