মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদায় “জুলাই গণঅভ্যুথান দিবস” উদযাপিত হয়েছে।
ঐতিহাসিক জুলাই অভ্যুথানের প্রথমবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে বিজয় র্যালী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে উভয় দলের নেতাকর্মী ও সমর্থকগণ বৃষ্টির পানিকে উপেক্ষা করে স্বত:স্ফুর্তভাবে বিজয় র্যালী ও গণমিছিলে অংশগ্রহন করেন। আটোয়ারী উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালী শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহামান জাহেদ, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা ও মোঃ আজহারুল ইসলাম।
এদিকে “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউনুস খাঁন ও সেক্রেটারী মাওলানা মোঃ খাদেমুল ইসলামের নেতৃত্বে “৩৬শে জুলাই গণঅভ্যুথানের প্রথমবার্ষিকী। এ উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবেই এই গণমিছিলের আয়োজন করে দলটির নেতৃবর্গ।
উল্লেখ্য যে, ছাত্র-জনতার অভ্যুথানে ২০২৪ সালের ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের টানা দেড় দশকের শাসনের ইতি ঘটে। দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। সেই অভ্যুথানের বর্ষ পূর্তির দিনটি “জুলাই গণঅভ্যুথান দিবস” হিসেবে সরকারী ভাবে সারাদেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে।