পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা শহরের চৌরঙ্গী এলাকায় শেরে বাংলা পার্ক সংলগ্ন জুলাই বিপ্লবে পঞ্চগড় জেলার পাঁচ শহীদের স্মৃতি রক্ষায় নির্মাণাধীন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সেখানে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জুলাই যোদ্ধা এসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান। এর আগে গণঅভ্যুত্থানে দেবীগঞ্জ, বোদা ও সদর উপজেলার পাঁচ শহীদের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জেলা আদালতের পিপি আদম সুফি, জেলা আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা সদরের মীরগড় এলাকায় শহীদ স্মৃতিবন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলি। জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন এবং আলোচনা সভা। এছাড়া দিবসটি পালনে বিকেলে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট এবং সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়ামে বিজয় উদযাপন কনসার্টের আয়োজন করা হয়। দিবসটি পালন উপলক্ষে সদর উপজেলা বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।