কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে নতুন ইউএনও’র যোগদান করেছেন। দিনাজপুরের কাহারোল উপজেলায় গত ৬ আগস্ট’২৫ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে মোকলেদা খাতুন মীম এই উপজেলায় যোগদান করেছেন। তিনি এই উপজেলার যোগদানের পূর্বে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরর্ত ছিলেন। নতুন ইউএনও মোকলেদা খাতুন মীম ৩৬ তম বিসিএস ক্যাডার বলে তিনি জানান। এইকাহারোল উপজেলার বদলীকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী হয়ে গতকাল বৃহস্পতিবার দিন ওই উপজেলায় যোগদান করেছেন। জানা যায়, এই থানা প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম কোনো নারী ইউএনও হিসেবে মোকলেদা খাতুন মীমের যোগদান।