নৈতিক গুণাবলীর অধিকারী ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে দিনাজপুরে গাওসুল আযম কলেজে নতুন শিক্ষার্থীদের নানা আয়োজনে বরন করে নেয়া হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে ক্যাম্পাসের বটতলায় আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরে গাওসুল আযম কলেজর সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিবীদ রায়হান কবীর সোহাগ । কলেজের শিক্ষার্থী ভর্তি কমিটির আহŸায়ক মজিবর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ নাসরিন জাহান ।
পরে আলোচনা সভা শেষে ভৈরবী দিনাজপুরের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষে সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।