দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন সুলতানা বলেছেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও দরিদ্র মহিলাদের স্বনির্ভর করতে বিনামূল্যে দেশি জাতের ছাগল বিতরণ করা হচ্ছে। এতে তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক মুক্তি আসবে। নারীরা স্বাবলম্বি হবে ও সমাজের উন্নয়ন ঘটবে। তবে এই ছাগল কেউ বিক্রি করতে পারবে না। দুটি ছাগল থেকে অনেক ছাগল হলে তা বিক্রি করে আপনারা স্বাভলম্বি হবেন।
১২ আগস্ট মঙ্গলবার শহরের রাজবাটীস্থ দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি) প্রধান কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকার আয়োজনে এবং দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেস্টা (ডিপিইউপি) এর বাস্তবায়নে ১ দিনের ছাগল পালন প্রশিক্ষণ শেষে অসহায় ও দরিদ্র মহিলাদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ৯ জন উপকারভোগী নারীদের মাঝে দুটি করে মোট ১৮টি দেশি জাতের ছাগল প্রদান করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ভিপিইউপি)’র নির্বাহী পরিচালক রনজিত কুমার সরকার এর সার্বিক তত্ত¡াবধায়নে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ রাশেল ও মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব আলী। স্বাগত বক্তব্য রাখেন ডিপিইউপি এর পরিচালক (অর্থ ও প্রশাসন) মনিন্দ্র নাথ রায়। উপকারভোগীদের মাজে দেশী জাতের ছাগল পালন বিষয়ক প্রদান করেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ রাসেল।