নবাবগঞ্জ প্রতিনিধি \ বজ্রসহ বৃষ্টিপাতের সময় দিনাজপুরের নবাবগঞ্জে পাওয়ার টিলারে জমি চাষকালে বজ্রপাতে রবিন সরেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
রবিন সরেন (৩৮) নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া গ্রামের বাবুরাম সরেনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান রাশেদুল কবির রাজু বলেন, শনিবার সকালে স্যালোচালিত ইঞ্জিন পাওয়ার টিলার নিয়ে মাঠে জমি চাষ করছিলেন রবিন সরেন। এ সময় বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা বাড়িতে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।