রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ জামাল আলী (২৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক যুবক পৌর শহরের রংপৃরিয়া মার্কেটের মৃত ইউনুস আলীর ছেলে।
আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও আদালতে সোর্পদ্দ করা হয়েছে বলে জানিয়েছে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গুলফামুল ইসলাম মন্ডল। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুরিয়া মার্কেট এলাকা থেকে ১৫টি ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, আটক যুবকের বিরুদ্ধে ইতিপূর্বের চারটি মাদক মামলা রয়েছে। সে একজন মাদক কারবারী বলে দাবী করেন ওসি।