দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি বলেছেন, ছাত্র-ছাত্রীদের শুধু একাডেমিক শিক্ষায় নয়, তাদের মানষিক বিকাশের জন্য শিক্ষক-অভিভাবকদের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে যতœশীল হতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদের মানষিক, সামাজিক এবং শারীরিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের অভিজ্ঞতাসম্পন্ন কার্যকলাপে অংশগ্রহণে সুযোগ প্রদান করা প্রয়োজন। শিক্ষার্থীদের নীতি নৈতিকতা, মূল্যবোধ, সহানুভুতি, দায়িত্ববোধ তৈরী করা প্রয়োজন। তাদের সৃজনশীলতা এবং সাংস্কৃতিক সচেতনতা বিকাশে সহায়তা করতে হবে। খেলাধুলা এবং অন্যান্য শারীরিক বিষয়ে উৎসাহিত করা উচিত। শিক্ষার্থীদের চিন্তা-ভাবনার বিকাশ ঘটানো প্রয়োজন। এ সব বিষয়ে শিক্ষার্থীদের একটি দায়িত্বশীল মানুষ হিসেবে বেড়ে উঠতে সহযোগিতা করবে।
দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা,সিএসসি এসব কথা বলেন।
শিক্ষক-অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ বার্ণাড কস্তা. সিএসসি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরী ফিকেশন, সিনিয়র শিক্ষক শৃঙ্খলা কমিটির ডীন মাওলানা মো. আবেদ আলী, সহকারী শিক্ষক এমিলিউস মার্ডী ও কানিজ ফাতেমা মৌ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মনিরা পারভিন, শ্যামল হেমব্রম, শাহিনুর ইসলাম, সোহেলী সুলতানা মিশু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক প্রণতি হাসদা ও সহকারী শিক্ষক জয় দেউড়ী।
উল্লেখ্য, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে এই শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।