পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে সমাজসেবার চলমান কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নেট্জ বাংলাদেশ ও বিএমজেড’র ‘নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের সহায়তায় ওই সংলাপের আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি। গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে ওই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। সাংবাদিক ও নাগরিক সমাজ সংগঠন-সিএসও জেলা কমিটির সদস্য সামসউদ্দীন চৌধুরী কালামের সভাপতিত্বে ওই সংলাপে বক্তব্য দেন যুক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর বিজলী রানী রায়, মাঠ সহায়তাকারী শেফালী আক্তার, মনোয়ারা মনি, সবুরা বেগম, গোলাম রব্বানী, বোদা উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি উদয় কুমার ঘোষ, সিএসও সদস্য আব্দুর রশিদ প্রমূখ। সংলাপে প্রধান অতিথি সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায় পঞ্চগড় জেলায় সমাজসেবার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত সুবিধাভোগি বাছাই করতে সিএসও সদস্যদের সহযোগিতা কামনা করেন।