খানসামা
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’- এই প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে শ্রেষ্ঠ মৎস্যচাষী ও মৎস্যজীবিদের ক্রেস্ট প্রদান ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজাউল করিম, উপজেলা বিএনপির আহŸায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবি ও মৎস্যচাষীগণ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও সংবাদকর্মীবৃন্দ।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি মাছের পোনা অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ রিয়াজ মোর্শেদ রনজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ কামরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে সফল তিনজন মৎস্য চাষী তৌফিকুর রহামন তোফায়েল, কাজী জুলফিকার জান্নাত চৌধুরী ও আবুল কালাম আজাদকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবি, মৎস্যচাষীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসুচির মধ্যদিয়ে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। যা আগামী ২৪ আগষ্ট পর্যন্ত চলবে।
মৎস্যসম্পদের স¤প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল সোমবার সকালে এই মৎস সপ্তাহ উদযাপন করা হয়।
এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা প্রসাশন ও মৎস অধিদপ্তরের অয়োজনে উপজেলা সভাকক্ষে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন শেষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদের পুকুরে ২৫ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে একটি বর্ণ্যাঢ্য র্যলী বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সারোয়ার হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সম্বনয়ক ই¤্রান চৌধুরী নিশাদ,উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,উপজেলা সমবায় কর্মকর্তা মাজাহারুল ইসলাম প্রমুখ। সভা শেষে উপজেলার চার জন সফল মৎস চাষীকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ আগস্ট সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম , উপজেলা সমবায় অফিসার বাসুদেব রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবি ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। শেষে শ্রেষ্ঠ মৎস্যচাষী ও মৎস্যজীবিদের ক্রেস্ট প্রদান ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
বিরল
অভাশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিরলে (১৮-২৪ আগষ্ট) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিরল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বিরল উপজেলা নিবার্হী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেদীপ্ত সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টীর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মোকাম্মেল হোসেন, ১২ নং রাজারামপুর ইউপি বিএনপি’র সভাপতি মহসিন আলী, মৎস্য চাষী ফজলে রাব্বি প্রমুখ।
বিরল উপজেলার রুই মাছ চাষে ব্যাপক সাফলতায় রুহুল আমীন, গুলসা মাছ উৎপাদনে ব্যাপক সফলতায় মহসিন আলীকে ও পাঙ্গাস মাছ চাষে সফলতা অর্জন করায় শংকর রায়কে পুরস্কৃত করা হয়। এর আগে সকালে বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মির্জাপুর আনসার ভিডিপি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, গত ২২ জুলাই ২০২৫ রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনার কারণে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে স্থগিত করা হয়েছিল।
কাহারোল
কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্ধোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৮ আগস্ট’২৫) সারাদেশের ন্যায় কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্ধোধনীর দিন সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। র্যালী শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্ধোধনী অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অফিসার মোছাঃ জোবায়দা নাজমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের সার্জন ডা. মোঃ আসাদুজ্জামান শুভসহ বিভিন্ন মৎস্য হ্যাচারীর মালিক ও মৎস্য ব্যবসায়ীরা।