বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কেন্দ্রীয় গোরস্থানের ব্যবহৃত রাস্তার অপব্যবহার ও রাস্তাটির উপরে পাকা ঘরবাড়ি নির্মাণের বিরুদ্ধে গনসাক্ষর দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষে মৃত জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সাত্তার সহ স্থানীয়রা পৌর মেয়র বরাবরে অভিযোগ করেছেন এবং সদয় অবগতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর অনুলিপি প্রেরন করা হয়েছে উল্লেখ করে জানান, সুজালপুর মৌজার ৪৪২, ৪৪৩ ও ৭১১ দাগের মধ্যে উল্লেখিত রেকর্ডিও গোরস্থানের ব্যবহৃত এই রাস্তাটি বেশকিছুদিন ধরে একই এলাকার মৃত কাইয়ুমের ছেলে মো: ঝিনুক ও জনৈক আইজুল বুড়া অপব্যবহার করে আসছে এবং স¤প্রতি রাস্তাটির উপরে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করাকালীন স্থানীয়রা বাধা দিতে গেলে দখলকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হাতে ধারালো দা, খনতি,চাকু,ছোরা ইত্যাদি অস্ত্রসস্ত্র নিয়ে প্রাণ নাশের হুমকি-ধমকি প্রদর্শন করে যাচ্ছে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে গোরস্তানের রাস্তাটি উদ্ধারপূর্বক এই এলাকার জনগনকে অপূরণীয় ক্ষতির হাত থেকে রক্ষার্থে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।