কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি\- কাহারোলে বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক এক গোল টেবিল বৈঠক স্থানীয় সাংবাদিকবৃন্দ, যুব ও শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা যুব ও শিশু ফোরামের আয়োজনে এবং কাহারোল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় গতকাল ২৩ জুন ২০২৪ রোববার সকাল ১০ টার সময় কাহারোল এপি অফিসের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার লাবনী লাকী বিশ^াসের সভাপত্বিতে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণ করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মিঠুন বিশ^াস, প্রোগ্রাম অফিসার বাপ্পি জোয়াদার, প্রোগ্রাম অফিসার ফিলিপ বিশ^াস, কাহারোল প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাংবাদিক সোহাগ, মোঃ আব্দুল জলিল শাহ, সুকুমার রায়, মোঃ রুস্তম আলী, মোঃ আশরাফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে আগত যুব ও শিশু ফোরামের সদস্যবৃন্দ এতে অংশগ্রহণ করেন।