পীরগঞ্জ প্রতিনিধিঃসারাদেশের মতো ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জেও নিয়োগবিধি সংশোধনসহ বেতন স্কেল আপগ্রেডেশনের দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করছেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্যসহকারীরা। তাদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে টিকাদানসহ সকল মাতৃসাস্থ্য সেবা কার্যক্রম। এতে প্রতিদিন টিকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রায় ৪ হাজার মা ও শিশু। আর স্বাস্থ্য সহাকারীরা বলছেন, তাদের দাবী না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে বাংলাদেশ হেলথ এসিট্যান্ট এসোসিয়েশন ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির ব্যানারে ৪র্থ দিনের মতো এই কর্মবিরতি পালন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিট্যান্ট এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি সাহেরা বানুসহ সভাপতি আব্দুল গফ্ফার, সাধারণ সম্পাদক ইকরামুল হক প্রমুখ।