ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে চাল-তেল-ওষুধসহ নিত্যপণ্যের দাম কমানো, লকডাউনে অসহায়, নিম্নআয়ের মানুষের বিনামূল্যে খাদ্য সহায়তাসহ করোনা রোগীদের সু-চিকিৎসা নিশ্চিত করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, জেলা শাখা।
সোমবার দুপুরে শহরের চৌরাস্তায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চাল-ওষুধসহ সোয়াবিন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। অবিলম্বে নিত্যপন্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেওয়ার জোর দাবি জানানো হয়।
লকডাউনে অসহায় ও নি¤œ আয়ের মানুষের খাদ্য সহায়তা প্রদানে দাবি করে বক্তারা আরো বলেন, অবিলম্বে বন্ধ পাটকল চালু করারসহ চিনিকল বন্ধের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে
সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
ঘণ্টা ব্যপী বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের ঠাকুরগাঁও জেলা আহŸায়ক মাহাবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি ও জেলা জেএসডি’র সভাপতি মনসুর আলী, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য অ্যাড. সুকুমার রায়, জাকির হোসেন, শ্রমিক নেতা শাহাজাহান আলী প্রমুখ।