বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জেএসকেএস এর প্রকল্প অবহিতকরণ সভায় জেলা প্রসাশক পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এই প্রকল্প কাজ করে যাবে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৯, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ণ

মঙ্গলবার জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং জিএফএ কনসালটিং গ্রæপের সহযোগিতায় নারীর সমতা ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রান্তিক জন গোষ্ঠীর উন্নয়ন- ইম্পাওয়ার প্রকল্পের আওতায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড(সিইএফ) এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তাফা কামালের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুরের জেলা প্রসাশক মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও যুবদের সক্ষমতার মাধ্যমে ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে। পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এই প্রকল্প কাজ করে যাবে। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তাফা কামাল বলেন, এই প্রকল্প দিনাজপুর জেলার ৪টি উপজেলায় দিনাজপুর সদর, বিরল, কাহারোল, বীরগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের মেয়াদ হলো ডিসেম্বর, ২৪ হতে জুন, ২০২৭ পর্যন্ত ৩০ মাস। প্রকল্পের উদ্দেশ্য হলো সকল স্তরে বিভিন্ন নাগরীকদের কাছে পৌছানো এবং তাদের সংগঠিত করা। নাগরীক সমাজের সংস্থাগুলোর সাথে সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেট ওর্য়াক সম্প্রসারিত করা। এই প্রকল্পের মাধ্যমে ৪টি উপজেলায় ৪ হাজার নারী ও যুবআদিবাসী এবং দলিত সম্প্রদায়ের জনগোষ্ঠী এই প্রকল্পের অংশীজন হিসেবে কাজ করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা) এসএম হাবিবুল হাসান, মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম, জেলা মৎস্য অফিসার মোঃ খায়রুল আলম, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক এটিএম নজমুল হুদা, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাদিয়া আফরিন শেফা।
মুক্ত আলোচনা করেন কাহারোলের শিক্ষক মাহাবুবুর রহমান, আদিবাসি নেতা পাত্রাসকিস্কু, খ্রীষ্ঠফার মার্ডী, দিনাজপুর জেলা ঐক্যবদ্ধ দলিত সম্প্রদায়ের সভাপত্বি হরিদেব, হরিজন হেলা সমাজের সাধারণ সম্পাদক রাজকুমার হেলা, বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি শীতল মার্ডি, এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফফর হোসেন, সিটিএস এর নির্বাহী পরিচালক মোঃ আমিনুল হক। প্রকল্পের কার্যক্রম সমূহ তুলে ধরেন ইম্পাওয়ার প্রকল্পর প্রকল্প ব্যবস্থাপক শাহ আফজাল আহমেদ। টেকসই উন্নয়ন অভীষ্ঠের (এসডিজি) সাথে প্রকল্পের সম্পক্ততা তুলে বক্তব্য রাখেন প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট মর্জিনা রুপা, প্রজেক্ট অফিসার সাইফুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের মিল স্পেশালিস্ট মোঃ লুৎফুল কবির ও এপিও মোঃ মাসুদুজ্জামান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ওয়ার্ল্ড ভিশনের বাল্য বিবাহ মুক্ত গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক দিনাজপুরে ৫টি উপজেলায় ৫টি গ্রামকে অবিলম্বে বাল্য বিবাহ মুক্ত করার ঘোষনা দেওয়া হবে

দিনাজপুরে জিও, এনজিওদের সাথে প্রজেক্ট অগ্রগতি বিষযক মতবিনিময সভা

১০দফা দাবীতে দিনাজপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ইসকনের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৯ বোতল ফেন্সিডিল ও বিপুল পরিমাণ অর্থসহ ৩ মাদক সেবীকে গ্রেফতার

আটোয়ারীতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

দিনাজপুরের হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী

নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

বীরগঞ্জে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জেলা প্রশাসকের নিকট শীতার্ত মানুষের জন্য আশা সংস্থা তুলে দিল ৪২০টি কম্বল