ঠাকুরগাঁও প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁওয়ে করোনায় ভাইরাসে সংক্রমিত হয়ে ১৭বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি সদর উপজেলায় ।
এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে। দ্বিতীয়বার করোনা সংক্রমণ ঢেউয়ে এনিয়ে জেলায় তিনজনের মৃত্যু হলো।
এদিকে জেলায় নতুন করে আরো ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো এক হাজার ৬২১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে এক হাজার ৫০৫জন।