মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট বোচাগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের দুইশতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে উন্নত মানের খাদ্য সামগ্রী বিতরন করেছে।
২৪ অক্টোবর শনিবার সকালে সেতাবগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে রেড ক্রিসেন্ট সোসাইটি করোনা কালীন ত্রান সহায়তার অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ও ৬নং রণগাঁও ইউনিয়নের ২শতটি পরিবারের মাঝে সাড়ে সাত কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি ও হাফ কেজি সুজি বিতরন করেন। এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, দিনাজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য কামরুল হুদা হেলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সম্পদক সুব্রত কুমার অধিকারী, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।