বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ মহামারী করোনায় আক্রান্ত সকলের সুস্থ্যতা কামনা করে আজ মঙ্গলবার ২১ শে রমজান বিকাল সাড়ে ৫ ঘটিকায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা সহ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ড্যাব এর মহাসচিব ডা. আব্দুস সালাম ও তার পরিবারসহ করোনায় আক্রান্ত সকলের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাও. মো. ইসমাইল হোসেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবকদলসহ উপজেলা বিএনপি,ইউনিয়ন বিএনপি,বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।