শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ডা-কাতির প্রস্তুতিকালে গণ-পি-টুনিতে কু-খ্যাত জালাল ডা-কাত আ-টক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৪, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সদরের শালবনে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের হাতে কুখ্যাত ডাকাত জালালকে গণপিটুনি দিয়ে আটক।

আটকৃত হলেন-পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা এবং মৃত রজব আলীর ছেলে মোহাম্মদ জালাল হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে শালবাগান সংলগ্ন হাইওয়ে রোডে ছয় জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। ওই সময় এলাকায় পাহারার দায়িত্বে থাকা স্থানীয় তরুণেরা তাদের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ৫ সহযোগী পালিয়ে যায়। এসময় গণপিটুনিতে কুখ্যাত ডাকাত জালাল (৩০) কে এলাকাবাসী।

এলাকাবাসীর কাছে জিজ্ঞাসাবাদে জালাল স্বীকার করেন, তার সঙ্গে ডাকাতি পরিকল্পনায় অংশ নিয়েছিল একই এলাকার রফিকুল ইসলাম, তার ছেলে সোহেল, শহিদুলের ছেলে শরীফ এবং মানিকসহ আরও কয়েকজন।

স্থানীয় জনগণ জানান,বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা এবং পূর্বে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান,বৃহস্পতিবার গভীর রাতে জগদল শালবাগান এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় স্থানিয় জনগণ দেখতে পায় পরবর্তীতে তারা একত্রিত হয় তাদের ধাওয়া করলে, সোহেল, শরীফ ও অজ্ঞাত ৪/৫ জন পালিয়ে যায়, জালালকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম জালালকে আটক করে। জালাল কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে বীরগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় ডাকাতি সহ বিভিন্ন একাধিক মামলা রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এমপি জাকারিয়া জাকা’র মতবিনিময়

এলপিজি: ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ২৪৪ টাকা

নবাবগঞ্জে ল্যাম্বের বাৎসরিক অগ্রগতি বিষয়ক অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের উল্লেখযোগ্য কর্মকান্ড ও বিভিন্ন অভিযানিক সাফল্য অর্জন বিষয়ে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে সুবিধা বঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে উঠান বৈঠক

ঠাকুরগাঁওয়ে অবৈধ দখলদারদের কবলে পড়ে জৌলুস হারাতে বসেছে পাইকারি রোড বাজার

বৃহস্পতি গ্রহে এফএম, ভিনগ্রহে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা

দিনাজপুরে পৌরসভা পর্যায়ে সিএলএমএনসিসি কমিটি গঠন প্রসঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত

দিনাজপুরে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপন

প্রধানমন্ত্রী নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি