বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা ও মরহুম আব্দুল বারীর রুহের মাগফেরাতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌরশহরের হাটখোলা জামে মসজিদে মরহুম আব্দুল বারীর বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে স্বাস্থ্যবিধি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ সকল শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রকাশ থাকে, মরহুম আব্দুল বারী বীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা, উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও হাটখোলা জামে মসজিদের সহ সভাপতি ছাড়াও বিভিন্ন মানবিক ও সামজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।