বুধবার , ১৯ মে ২০২১ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কোল্ড স্টোরেজ আলুর বস্তার ভাড়া দ্বিগুন করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ, মানববন্ধন,স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১৯, ২০২১ ২:৫২ অপরাহ্ণ

ঠাকুরগাঁও : কোল্ড স্টোরেজ গুলোতে আলুর বস্তার ভাড়া দ্বিগুন করার প্রতিবাদে এবং ন্যায্য ভাড়া নির্ধারণ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের আলু চাষী ও আলু ব্যবসায়ী কল্যাণ পরিষদ।
বুধবার সকালে শহরের চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করে। এসময় বক্তারা বলেন, প্রতি বস্তা আলু সংরক্ষণে মূল্য তিনশ থেকে ৩২০ টাকা নির্ধারন করেছে কোল্ড স্টোরেজের মালিকগন। যা গতবছরে ছিল ১৫০ টাকা থেকে ১৮০ টাকা ছিল। দ্বিগুন ভাড়া নির্ধারণ করায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকও আলু ব্যবসায়ীরা।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ গ্রহন করেন জেলা ও উপজেলার ২শতাধিক আলু কৃষক ও ব্যবসায়ী। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মোঃ রমজান আলি, সভাপতি আলু চাষী ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতি, ও সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম সহ অ্যান্যরা।

Thak-pic-1.jpg

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত