বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে বোচাগঞ্জ ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ আজ ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বোচাগঞ্জ সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মনজুর আলমের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তার শীঘ্রই অপসারণের দাবীতে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সেতাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক সমিতির শিক্ষক কর্মচারীদের পক্ষথেকে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল কে স্মারকলিপি প্রদান করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ আক্কাস আলী। স্মারকলিপিতে অভিযোগ করা হয় গত ২০১৪ জুন হতে ২০২০ পর্যন্ত সেতাবগঞ্জ সরকারি কলেজের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব, অনিয়ম, অব্যবস্থাপনার অনুসন্ধান ও সরবরাহকৃত কলেজের হিসাবের পর্যবেক্ষণ ও অভ্যন্তরীন নিরিক্ষা পূর্বক অডিট প্রতিবেদন ২০২০ গত ৮ ডিসেম্বর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর নিকট পেশ করা হয়।
উক্ত প্রতিবেদনে কলেজের অধ্যক্ষ মোঃ মনজুর আলম কলেজের রশিদের মাধ্যমে আদায়কৃত অর্থ ক্যাশবুকে না দেখিয়ে মূল রশিদের টাকার পরিমাণ কার্বন কপিতে পরিবর্তনের মাধ্যমে জালিয়াতি, কলেজের নামে বিভিন্ন ব্যাংক হিসাব থেকে দুর্নীতির আশ্রয় গ্রহণ করে একই রশিদে একাধিকবার ফরম পূরণ সহ নানাবিধ অনিয়মের মাধ্যমে সর্বমোট ২ কোটি ৯১ লক্ষ ৭০ হাজার ১ শত ৭৮ টাকা আত্মসাৎ করেছেন। তারা এই দুর্নীতিগ্রস্থ অধ্যক্ষ মোঃ মনজুর আলম ও অফিস সহকারী নির্মল চন্দ্র দেবশর্ম্মার শীঘ্রই অপসারণ সহ আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবী জানান।
বিক্ষোভ মিছিলে প্রায় অর্ধশর্তাধিক শিক্ষক কর্মচারী অংশ গ্রহণ করে। অপরদিকে গত ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১.৩০ মিনিটে সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ তার অফিস কক্ষে প্রবেশ করলে শিক্ষকরা বকেয়া বেতন আদায়ের দাবিতে ও তার দূর্নীতি প্রতিবাদ করলে এক পর্যায়ে কলেজের সকল শিক্ষকরা তাকে তার অফিস কক্ষে বেলা ৩ টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। উল্লেখ্য গত ৫ জানুয়ারি ২০২১ ইং তারিখে উক্ত অধ্যক্ষ মনজুর আলমের বিরুদ্ধে সুনিদিষ্ট ৭ টি অভিযোগের ভিত্তিতে চলমান পুনঃ তদন্তে জেলা সমন্বিত কার্যালয় দিনাজপুর দুদকের উপ-পরিচালক এ.এইচ আশিকুর রহমান ও সহকারী পরিচালক মোঃ ওবায়দুর রহমান সহ একটি তদন্ত দল সেতাবগঞ্জ কলেজে আসেন। তদন্তকালে কলেজের অভ্যন্তরীন অডিট কমিটির ৭জন সদস্যকে গত ১০ জানুয়ারি ২০২১ ইং তারিখে দুদকের জেলা কার্যালয় তলব করেন। এখানে অডিট কমিটি লিখিতভাবে উপ-পরিচালকে নিকট উক্ত অধ্যক্ষের বিরুদ্ধে ২ কোটি ৯১ লক্ষ ৭০ হাজার ১৭৮ টাকা আত্মসাতের অভিযোগ সহ দালিলিক প্রমাণাদি দাখিল করেন। অপরদিকে কলেজের অধ্যক্ষ মোঃ মনজুর আলমকে উল্লেখিত অর্থ আত্মসাৎ এর বিষয়ে লিখিত জবাব দাখিল করার জন্য তলব করা হয়।
এব্যাপারে কলেজের অধ্যক্ষ মনজুর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। এজন্য তিনি পুনরায় তদন্তের আবেদন জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রক্তে যার নাটকের নেশা সাংস্কৃতিক অঙ্গনে কিংবদন্তি আমাদের কড়ি দা

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শ্বশুর নিহত, আহত জামাতা

ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা স্মরনে নাগরিক শোকসভা

ঠাকুরগাঁওয়ে ৬ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার !

বীরগঞ্জে এক্স-পাইলটিয়ান  ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে এক্স-পাইলটিয়ান ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

আমি সার্বিক ভাবে মেয়রকে সহযোগিতা করতে চাই —— রাণীশংকৈলে এপি হাফিজ উদ্দীন আহম্মেদ

বীরগঞ্জ দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ।