বৃহস্পতিবার , ৩ জুন ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে বাড়ছে পেঁয়াজের দাম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৩, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার হাটবাজার ও উপজেলার বিভিন্ন হাটবাজারে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। কয়েকদিনের ব্যবধানে বাজারে কেজিতে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। গতকাল বুধবার বীরগঞ্জ সাপ্তাহিক পৌরসভা হাট,দৈনিক বাজার, বলাকা মোড়সহ বিভিন্ন হাটবাজারে পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ব্যবসায়ীরা নানা অজুহাত দেখিয়ে দাম বাড়িয়ে যাচ্ছে পেঁয়াজের । এব্যাপারে পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় কয়েকদিনের বৃষ্টির কারণে পেঁয়াজের পচন এবং দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকার কারণে দাম বেড়েছে। পৌরহাটে পেঁয়াজ কিনতে আসা শ্রমজীবী কয়েকজন ভোক্তা জানান,আবারও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে কিন্তু সেদিকে প্রশাসনের নজর নেই। বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যাতে আমাদের মতো গরিব মানুষ কমদামে পেঁয়াজ কিনতে পারে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জানান,বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং চলছে। ব্যবসায়ীরা অকারণে পেঁয়াজের দাম বাড়ালে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত