বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর কাহারোল উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব ১৭)-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ জুলাই ২০২৩) কাহারোল রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনালে ডাবোর ইউনিয়ন ২-০ গোলে তারগাঁও ইউনিয়কে পরাজিত করে ডাবোর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইম হাসান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, খেলোয়ারসহ বিভিন্ন শ্রেনী পেশার ফুটবল প্রেমি দর্শক উপস্থিত ছিলেন।