বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে পানিতে পড়ে এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মহদিপুর গ্রামের মোমিনুল ইসলামের আড়াই বছর বয়সী শিশু কন্যা মাইশা আক্তার বাড়ির পাশে ছেলে-মেয়েদের সাথে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির আশেপাশের লোকজন বাড়ির সঙ্গে ডোবার পানিতে মাইশার মৃতদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশু মাইশার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।