বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর-১(বিরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মনোরঞ্জন শীল গোপাল নোভেল করোনা ভাইরাস কোভিট-১৯ এ আক্রান্ত হওয়ায় তার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৯ জুন বুধবার বিকেলে প্রেসক্লাবে কার্যালয়ে উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইনাম মাওলানা শাজাহান। বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ মোশারফ হোসেন সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, জেলা পরিষদের সদস্য মোঃ আতাউর রহমান বাবু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা (সাংবাদিক) মোঃ আবেদ আলী,সিনিয়র সহ-সভাপতি ছকিউদ্দিন আহমেদ,মোঃ মাজেদুর রহমান মাজেদ, রতন ঘোষ পীযুষ,দশরথ রায় বাবুল, রেজা মোঃ তৌফিক,সিদ্দিক হোসেন, উত্তম শর্মা,আব্দুল জলিল,কার্তিক ব্যান্যার্জী,প্রদীপ রায় জিতু,নাজমুল ইসলাম,বিকাশ ঘোষ,তোফাজ্জল হোসেন,হাটখোলা জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা হেফজুর রহমান, দারুল হুদা মাদ্রাসার মওলানা মুতি ফয়জুল্লাহ, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম খান বুলুসহ সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।