মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। আগামী ২১ জুন সোমবার দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পৌর নির্বাচনে মেয়র পদে ৫জন, সাধারন আসনের কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। বিগত ২০১১ সালে শেষ বারের মত সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হলেও সীমানা জটিলতার কারনে দীর্ঘ ১১ বছর পর কাংখিত ভোট পেয়ে প্রার্থী ও ভোটাররা আনন্দিত হলেও দেশের করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় এই ভোট নিয়ে অনেকেই দুঃশ্চিন্তায় রয়েছেন। গত ১৫ জুন থেকে দিনাজপুর জেলা সদরে কঠোর লকডাউন দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা সদর থেকে ২৮ কিঃ মিঃ দুরুত্বে একটি সীমান্ত ঘেষা উপজেলা বোচাগঞ্জ যার মধ্যে রয়েছে এই সেতাবগঞ্জ পৌরসভা। যার নির্বাচন ২১ জুন। নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরে চলছে প্রচার প্রচারনা ৫ মেয়র প্রার্থী সহ ৫১ কাউন্সিলর প্রার্থীরা স্বাস্থ্য বিধি মেনে প্রচার চালিয়ে যাচ্ছেন দিন রাত। করোনার কারনে ভোটরদের মাঝে তেমন কোন উৎসাহ উদ্দীপনা লক্ষকরা না গেলেও প্রার্থীনা তাদের প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। শহর এলাকাসহ প্রতিটি পাড়া মহল্লায় পোষ্টার, মাইকিং, ব্যানারসহ চলছে শো ডাউন। নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ আসলাম, সতন্ত্র প্রার্থী শ্রমিক নেতা মোঃ হাবিবুর রহমান দুলাল (নারিকেল গাছ). সতন্ত্র প্রার্থী মোঃ নাহিদ বাশার চৌধুরী (জগ), সতন্ত্র প্রার্থী নাজমুন নাহার মুক্তি (মোাবইল) ও ওয়ার্কাস পার্টির কমরেড রশিদুল ইসলাম (হাতুরি) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেতাবগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৩শত ৫৮ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৩ শত ২৬ ও মহিলা ১১ হাজাার ৩২ জন। মোট ভোট কেন্দ্র ১০টি বুথের সংখ্যা ৭৪টি । এই প্রথম বারের মত পৌরসভার ভোটাররা ইভিএমে ভোট দিবেন। ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।