হরিপুর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করলেন হরিপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও তিন তিনবারে সাবেক সফল চেয়ারম্যান ইসমাইল হোসেন।
শুক্রবার বিকেল ৩টায় ২নং আমগাঁও ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার রাইহানুল ইসলাম মিঞার নিকট ইসমাইল হোসেন তার মনোয়নপত্র দাখিল করেন।
এরই মধ্যে ২ নং আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষনা করে ইসমাঈল হোসেন পুরোদমে নির্বাচনী প্রচার-প্রচারনা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে। তার এই নির্বাচনী প্রচারণায় ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে।
তিনি ২ নং আমগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় গিয়ে সকল শ্রেণী মানুষের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভার মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন এবং জনকল্যাণ মূলক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।এ ছাড়া ও তিনি মসজিদ, মন্দির অনুদান, রাস্তা-ঘাট সংস্কার সহ বিভিন্ন সমাজসেবক মূলক কাজ করে যাচ্ছেন।
সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটারেরা ভোট বলেন, দীর্ঘদিন আমাদের ইউনিয়নে ইসমাইল হোসেন পূর্বে তিন তিনবার চেয়ারম্যান ছিল তার ব্যাপক সুনাম রয়েছে। আসন্ন নির্বাচনে এই প্রবীণ নেতার বিকল্প নেই। তিনি আবারো চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন বলেন, জনগণ আমার সাথে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এইবার ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন না করলেও এই ইউনিয়নের মানুষের আস্থা আছে আমার উপরে৷ আমি দীর্ঘ দিন এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম৷ তাই আমি জনগণের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ করছি৷ আমি আশাবাদী সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটাররা পূর্বের ন্যায় এবারো আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।