পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূলে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গবার দুপুরে উন্নয়ন সংস্থা গুডনেইবারস্-এর আয়োজনে পীরগঞ্জ সিডিপি হলরুমে এই সব উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুর্য্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার রায়, গুডনেইবারস্ পীরগঞ্জ সিডিপির সিনিয়র ম্যানেজার পিটার তুহিন বৈরাগি, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায়, কিসমত সৈয়দপুর প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিরা সুলতানা, সিডিপি’র প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুমার, সিডিপি’র সদস্য উম্মে কুলসুম, সংস্থার ইন্টার্ণ তপন কুমার রায় প্রমুখ।
এসময় অতিথি বৃন্দ বিভিন্ন বিদ্যালয়ের ১ হাজার ৪ শত ২৭ জন শিক্ষার্থীদের মাঝে ৫ টি খাতা, ৫ টি কলম, ১ টি ফাইল ও ১ টি লাইফবয় সাবান তুলে দেন।