বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
করোনা সংক্রমের বর্তমান পরিস্থিতি সরকার নির্দেশনা বিধি নিষেধ মেনে চলার লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মো. ডালিম সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ মহসিন আলী, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার এসআই রেজাউল করিম, সাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শেখ,আতাহারু ইসলাম হেলাল,সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন, বীরগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ট চন্দ্র সাহ এবং বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মাজেদুর রহমান মাজেদ প্রমুখ।