মঙ্গলবার , ৬ জুলাই ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ছাদ বাগানে হাজারি লেবু চাষ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৬, ২০২১ ১০:১২ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি: প্রযুক্তির উৎর্কষতায় ছোট হয়ে এসেছে পৃথিবী। নগরায়নের কারণে সংকুচিত হচ্ছে চাষ যোগ্য জমি। মানুষের প্রয়োজন ও শখ প্রতিনিয়ত খুঁজছে বিকল্প পথ। আগে চাষাবাদ এবং বিভিন্ন ফল ও ফুলের বাগান হতো মাটিতে। । এখন মানুষের চাহিদা ও শখ পুরনের চেষ্টা চলছে সারাদেশের বড় বড় দালানের ছাদে। দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সেতাবগঞ্জ রোডস্থ নিত্যানন্দ সাহার একমাত্র ছেলে কাহারোল উপজেলার জয়নন্দ কলেজের সহকারী অধ্যাপক নীল রতন সাহা নিপু তার বাসার ছাদে লেবু ও ফুলের চাষ করে সকলের নজর করেছেন । নিপু সাহা আমাদের প্রতিনিধিকে জানান, ছোট বেলা থেকেই ফুলের বাগানের প্রতি আমার দুর্বলতা আগে থেকেই ছিলো,সেই আগ্রহ থেকেই প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকে এখন পর্যন্ত আমার ফুল ও ফলের বাগান আছে । সেই অভিজ্ঞতা থেকেই বাড়ির ছাদে লেবুর চারা লাগিয়েছি। প্রথমে তিনটি সিমেন্টের বড় রিং কিনেছি তাতে গোবর সারের মাটি মিশিয়ে নর্মাল মাটি দিয়ে ভরাট করে তাতে হালকা পানি দিয়ে রেখে দিয়েছি ,কয়েকদিন পর লেবুর চারা লাগিয়েছি। আমি অবসর সময় কাটাই আমার লেবু বাগানে। বাগানের লেবু গাছে এক বছর পর প্রথম কিছু লেবু ধরে, সেই লেবু আমি ছিড়ে ফেলেছি। পরের বছর থেকে প্রতিটি ডালে থোকায় থোকায় লেবু ধরেছে। এতো বেশী লেবু ধরে যে পাতা আর লেবু সমান,তাই আমি শখ করে নাম দিয়েছি হাজারি লেবু গাছ। জানান,যদি লেবু বিক্রি করে টাকা আয় করার চেষ্টা করতাম,তাহলে অনেক টাকা আয় করতে পারতাম। অনেদিনের শখের বসে করেছি তাই আতœীয় -স্বজন,বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সবাইকে বিলিয়ে দেই। নিপু সাহা আরও জানান,অনেকে বাগান আর লেবু দেখে আমার কাছে জানতে চায় কি ভাবে কি করলেন বিস্তারিত বলেন,আমরাও আপনার মতন লেবু বাগান করবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে কীটনাশ ছিটিয়ে কৃষকের ৩ বিঘা জমির আমন ধানের চারা নষ্ট করে দিয়েছে !

পার্বতীপুরে ডিস ব্যাবসার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পিপুল হত্যাকান্ড সংঘটিত

বীরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

পীরগঞ্জে শিক্ষা বোর্ড কর্মকর্তাকে সংবর্ধনা

সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ১০ বছরের সাজা বহাল

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২

পল্লীশ্রী’র দিনব্যাপী শিশু ও মেডিসিন বিভাগের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

পীরগঞ্জে আওয়ামীলীগ নেতা ডা. মুনিরের শোকসভা

জেলা বিএনপি’র সহ সভাপতি আখতারুজ্জামান জুয়েল চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত

বীরগঞ্জে বাড়ছে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ