হরিপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে ঠাকুরগাঁওয়ের হরিপুরে অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
হরিপুর উপজেলা প্রশাসন বুধবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাউয়ুম পুষ্পসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী তালিকায় রয়েছে চাল, ডাল ও আলু।
উল্লেখ্য উপজেলায় ৯ শত ৩০ জন হতদরিদ্র কে এ উপহার প্রদান করা হবে।