বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে দলুয়া বাজারে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বাইসাইকেল আরোহী উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে সোয়েব (১০)। এব্যাপারে এলাকাবাসী ও প্রদক্ষদর্শী আমাদের প্রতিনিধিকে জানান, ১৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাইসাইকেলযোগে বাড়ি থেকে বেরিয়ে মহাসড়কে উঠা মাত্রই পিছন থেকে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই সোয়েবের মৃত্যু হয়। এব্যাপারে সাতোর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শেখ বলেন, বটতলী বাজারে সড়ক দুর্ঘটনায় স্বামী -স্ত্রী নিহত হওয়ার ২৪ ঘণ্টার ব্যবধানে আরও একটি দুর্ঘটনায় এলাকায় শিশু সোয়েবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।