ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির ৯৬ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫০ বিজিবি’র মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মো: জাকারিয়া হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন।
এসময় ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এসএম আজাদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি নবীন সৈনিকদের সীমান্ত অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্বপালন ও দেশের অভ্যন্তরিন নিরাপত্তা রক্ষায় অসামরিক প্রশাসনকে সহযোগীতাসহ যেকোন দুর্যোগ মোকাবিলায় দায়িত্বপালনের আহবান জানান।
পরে কুচকাওয়াজে সেরা চৌকুস তিনজন সৈনিককে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি।