দিনাজপুর প্রতিনিধি \
রান্নার সময় অসর্তকার কারণে চুলার আগুন থেকে এক পরিবারের মালামালসহ ৫টির ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আহত হয়েছেন মোছাঃ ফিরোজা বেগম (৫০)নামে এক গৃহবধু। এ ঘটনায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।
আহত গৃহবধূ মোছাঃ ফিরোজা বেগম দিনাজপুরের বীরগঞ্জের মরিচা ইউপির শিবনাথের ডাঙ্গা গ্রামের মোঃ ইউসুফ আলী ভান্ডারীর স্ত্রী। তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিবনাথের ডাঙ্গার বাসিন্দা মোঃ ইউসুফ আলী ভান্ডারীর বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী জানায়, শুক্রবার দুপুরে নিজ বাড়ীর রান্নাঘরে চুলায় রান্না করছিলেন মোঃ ইউসুফ আলী ভান্ডারীর স্ত্রী মোছাঃ ফিরোজা বেগম। রান্নার এক পর্যায়ে অসর্তকায় রান্না ঘরে আগুন লেগে যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে আরও ৪টি ঘরে। এতে ঘরে রক্ষিত আসবাবাপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় মোছাঃ ফিরোজা বেগমও আহত হয়। তাকে গুরুত্বর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় রান্নাঘরসহ মোট ৫টি ঘর পুড়ে েেগছে। অগ্নিকান্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হয়েছে ২লক্ষ টাকা। এ ঘটনায় একজন নারী আহত হয়েছেন বলে তিনি আরও জানান।