মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে কর্মহীন দুস্থ জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল ৯ হাজার ১শত ৫৭ জনের মধ্যে বিতরণ করা হয়েছে।
রবিবার( ১৮ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদুল আজাহার উপহার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম।
ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মংলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বক্তৃতা করেন।
অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন নয়টি ওয়ার্ডের ইউপি সদস্যগণ ও ইউপি সচিব মিজানুর রহমান।