বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন ২৮ জুলাই দিবাগত রাত সাড়ে ১২ টায় তাঁর নিজ জেলা জয়পুরহাট সদর হাসপাতালে করোনা ইউনিটে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো.যোবায়ের হোসেন জানান, তিনি খুব ভাল ও দায়িত্বশীল মানুষ ছিলেন। সবাই দোয়া করবেন, সর্বশক্তিমান মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।