রবিবার , ১ আগস্ট ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জের রাজু বিদেশি পিস্তল-গুলি,মাদকসহ র‌্যাবের হাতে গাইবান্ধায় গ্রেফতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:   গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদেশি পিস্তল-গুলিসহ রেজাউল ইসলাম (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৩১ জুলাই) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গাইবান্ধা-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩০ জুলাই) রাতে র‌্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগদরিয়া গ্রামের এক বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় মাদক, চোরাচালানসহ একাধিক মামলার আসামি রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতার রেজাউল ইসলাম ঠাকুরগাঁর পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রেজাউল ইসলাম দীর্ঘদিন যাবৎ ত্রাসের রাজত্ব করে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে।

উল্লেক্ষ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি হত্যামামলার তথ্য সংগ্রহের কাজে গিয়ে এক র‌্যাব সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছিল উপজেলার বৈরচুনা গ্রামের রেজাউল ইসলাম রাজু। উপজেলার বৈরচুনা বাজারে গত বুধবার এ ঘটনা ঘটে। র‌্যাবের পক্ষ থেকে ওই ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানাযায়, একটি হত্যা মামলার তথ্য সংগ্রহের কাজে বুধবার দিনাজপুর থেকে সাদা পোশাকে কয়েকজন র‌্যাব সদস্য বৈরচুনা ইউনিয়নে আসেন। এরপর বৈরচুনা বাজারের মিলন হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে ওই হত্যার মামলার বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। পরে বাড়ির পাশের চায়ের দোকানে মিলন সহ র‌্যাব সদস্যরা চা খেতে থাকেন। র‌্যাবের জিজ্ঞাসাবাদের বিষয়টি বাড়ির লোকজনের কাছে জানতে পেরে মিলনের বড়ভাই  রেজাউল ইসলাম রাজু ওই চা দোকানে যান এবং র‌্যাব সদস্যদের সাথে কথাকাটাকাটি করতে থাকে। এক পর্যায়ে  রেজাউল পানি খাওয়ার  গ্লাস   দিয়ে র‌্যাব সদস্য রনি ইসলামের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তাক্ত হন ওই র‌্যাব সদস্য। ঘটনার পর পরই পালিয়ে যায় রেজাউল ও তার ভাই মিলন।
এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, র‌্যাবের পক্ষ থেকে নায়েক সুবেদার ফুল মিয়া সরকার বাদী হয়ে রেজাউল ও তার ভাই মিলনের নামে একটি মামলা দায়ের করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত

শিশু দুটিকে বাঁচিয়ে রাখার আকুতি বৃদ্ধ দম্পতির!

বীরগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে এক নারীর মৃত্যু

সেতাবগঞ্জে দিনাজপুর চেম্বারের শীত বস্ত্র বিতরণ

গাঁজা সহ ১ মাদক সেবী আটক,আদালতে প্রেরন

নাগরিক কমিটির সংবর্ধনায় নবনির্বাচিত এমপি ইকবালুর রহিম র্স্মাট বাংলাদেশ ও র্স্মাট সিটিজেন গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে

পীরগঞ্জে দলিত আদিবাসীদের ভূমি বিষয়ক সভা

বীরগঞ্জে ভারী যান চলাচলের কারণে ব্রীজের ভাঙ্গন জনসাধারণের ভোগান্তি

দিনাজপুর রাজ দেবোত্ত এষ্টেটের উদ্যোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সংবর্ধনা প্রদান

বীরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ জরুরি সভা