বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥ ১৩ আগষ্ট শনিবার দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করতে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান। দিনাজপুর রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ শ্রীশ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। এসময় তার সাথে তার সহধর্মিনী, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিরুল ইসলাম, টুরিস্ট পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানসহ কমিটির নেতৃবৃন্দ, মন্দিরের পুরহিত ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম মন্দিরের গায়ে খচিত রামায়ন-মহাভারতের টেরাকোটা চিত্র সমন্ধে জানতে চাইলে মন্দিরের পুরহিত সে ইতিহাস তুলে ধরেন। তিনি ও তার সহধর্মিনী ইতিহাস শুনে মুগ্ধ হন। এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন, আগামীতে মন্দির প্রাঙ্গণে আরও আধুনিকতার উন্নয়নে মন্দিরের পরিবেশ সুন্দর করা হবে।