বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুন্দরপুকুর গ্রামের ১৬ বছরের এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের চেষ্টায় মন্টু রায় (৩৫) কে গ্রেফতার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
মামলা সুত্রে জানা গেছে, বোচাগঞ্জ উপজেলা ৩নং মুশিদহাট ইউনিয়নের সুন্দরপুকুর গ্রামের মোঃ ইদ্রিস আলী ১৬ বছরের প্রতিবন্ধী মেয়ে কড়ই প্রতিবন্ধী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রীকে প্রায় উক্তত্য করতো পাশ^বর্তী পড়িয়ালপুর গ্রামের মন্টু রায় (৩৫) নামের এক লম্পট ব্যক্তি। গত ৩০ জুলাই রাত আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে মন্টু প্রতিবন্ধী মেয়ের ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় মেয়ের চিৎকার শুনে পাশের ঘরে থাকা তার পিতা মেয়ের ঘরে এসে দেখতে পায় যে, লম্পট মন্টু তার প্রতিবন্ধী মেয়েকে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করছে ঘটনা বেগতিক দেখে লম্পট মন্টু মেয়ের বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এব্যাপারে পরদিন ইদ্রিস আলী বাদি হয়ে দুই হাজার সালের নারী ও শিশু নির্যাতন আইনে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বোচাগঞ্জ থানা পুলিশ আসামী মন্টুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।