পীরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগে কেন্দীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও স্যানিটাইজার দেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে এসব সামগ্রী হস্তান্তর করেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল জব্বার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়,কোষাধ্যক্ষ বুলবুল আহাম্মেদ,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নূরনবী চঞ্চল প্রমূখ। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতাল গেটের সামনে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।